নিজস্ব প্রতিনিধি ::: আয়কর অফিসে হামলা মামলার আসামি আরিফ বিল্লাহ অর্নবসহ বহিরাগতদের দাপট বেড়েছে। বেপরোয়া হয়ে উঠেছে ওই চক্র। এতে ক্ষোভ প্রকাশ করেছে আইনজীবিরা।
জানা যায়, গত ৮ অক্টোবর কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত থেকে জামিন পায় সে। ১২অক্টোবর সোমবার আরেক বহিরাগত নিয়ে অফিসে প্রবেশ করে। আয়কর আইনজীবী সমিতি কুষ্টিয়ার মিলনায়তনে প্রবেশ করে আইনজীবীদের চেয়ার দখল করে বসে থাকে।
গত রোববার মাহফুজ হোসেন মুকুল, আলী আকবর তপন, আবু জাফর বহিরাগত আরিফ বিল্লাহ অর্নবসহ অজ্ঞাত কয়েকজনকে নিয়ে আয়কর অফিসে যায়। সোমবার আলী আকবর তপন এর মদদে বহিরাগত অর্ণব আয়কর আইনজীবী সমিতি কুষ্টিয়ার মিলনায়তনে আইনজীবীদের চেয়ারে বসে। এ নিয়ে আইনজীবীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। অধিকাংশ আইনজীবী অজানা ভয় ও আতংকের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য গত ৬ অক্টোবর আরিফ বিল্লাহ অর্নবের নেতৃত্বে ৭/৮ জন বহিরাগত সন্ত্রাসী আয়কর আইনজীবী সমিতি কুষ্টিয়ার মিলনায়তনে প্রবেশ করে সাধারণ সম্পাদক এম এ নাছের রোটনকে মেরে আহত করে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় অর্নবসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় যার নং ১৪,ধারা ১৪৩/ ৩২৩/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬ পেনাল কোড ১৮০৬। উক্ত হামলার ঘটনায় অর্নবের গ্রেফতার হয়েছিল।