কুষ্টিয়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শওকত আলী (৭২) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ৩১ জনের মৃত্যু হলো। সোমবার (২৭ জুলাই) বিকাল ৪টার দিকে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডাক্তার নজমুল মনির এ তথ্য জানান। বৃদ্ধ শওকত আলী কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভরুয়াপাড়া এলাকার বাসিন্দা।
নজমুল মনির জানান, রবিবার (২৭ জুলাই) করোনার উপসর্গ নিয়ে শওকত আলীকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। প্রসঙ্গত সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত কুষ্টিয়ায় এক হাজার ৪১৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৬৩ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪২০ জন।